এক নজরে সাঁথিয়া উপজেলা
পাবনা জেলায় জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম এবং আয়তনের দিক থেকে তৃতীয় বৃহত্তম উপজেলা হলো সাঁথিয়া উপজেলা। সাঁথিয়া থানা ১৯৮৪ খ্রিস্টাব্দে সাঁথিয়া উপজেলায় উন্নীত হয়। সুনির্দিষ্ট ভাবে কেহই জানেন না এই উপজেলা নামকরণের ইতিহাস। তবে জনশ্রতি আছে যে, বহু পূর্বে এই উপজেলার চারিদিক ঘন জঙ্গলে পরিপূর্ণ ছিল এবং মানুষ জন এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার জন্য একা না গিয়ে কাউকে সঙ্গে (সাথি) নিয়ে যেত। এ কারণেই কালক্রমে এ অঞ্চলের নাম সাঁথিয়া হিসেবে পরিচিতি পায়।
বিবরণ |
সময়/পরিমান |
আয়তন |
৩৩১.৫৫ বর্গ কি.মি. |
অবস্থান |
২৩˙ ৫৮˝-২৪˙০৯˝ উত্তর অক্ষাংশ এবং ৮৯˙২৫˝ – ৮৯˙৩৭˝ পূর্ব দ্রাঘিমাংশ |
পৌরসভা |
১ টি |
ওয়ার্ড |
৯ টি |
ইউনিয়ন |
১০ টি |
মোট খানা |
৮৯০৩২ টি (আ.শু-২০১১) |
মৌজা |
১৫৬ ( জনবসতি) |
গ্রাম |
২৩৪ টি |
জনসংখ্যা বৃদ্ধির হার |
১.৫৯ |
মোট জনসংখ্যা |
৩৯৫৩১৩ জন ( আ.শু-২০১১) |
জন ঘনত্ব |
১১৪৭ জন প্রতি বর্গ কিলোমিটারে |
নগরায়ন (%) |
১০.১৮ |
শিক্ষার হার ( ৭ বছরের উপরে %) |
৪৩.৯ |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS